সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালন করা হয়েছে
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পরপরই জাতীয় পতাকা উত্তোলনের করা হয়।
সকাল ৮ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুলেল স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ সামসুল আরেফিন,উপজেলা মুক্তিডোদ্ধা সংসদ, কলারোয়া প্রেসক্লাব , রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া বেলা ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলারোয়া উপজেলা শাখার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মজিদ, জামায়াত নেতা মাওলানা রুহুল কুদ্দুস, প্রফেসর ইমামুল হক, জাহিদ হাসান মিঠু,শরীফুজ্জামান মিঠু, আব্দুর রকিব, ক্বারী মোবারক আলী প্রমুখ।