সাতক্ষীরায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ ইমতিয়াজ চৌধুরী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধাঃ সম্পাদক শিক্ষক শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান রনি,মহিনী তাবাসুম। বক্তারা বলেন, দেশটা আমাদের সবার। এদেশে কোন প্রকার বৈষম্য থাকবে না। প্রত্যেক মানুষের সমান অধিকার দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করতে হবে। দীর্ঘ সংগ্রামের পর চূড়ান্তভাবে এই দিন বিজয় এনেছিল মুক্তিযোদ্ধারা। দেশকে সমৃদ্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আজীবন মনে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সর্বদা সত্যের পথে থাকতে হবে। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিঃ জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মঈন, অতিঃ পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এর পূর্বে শহিদ আব্দুর রাজ্জাকের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার  সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মনিরুল ইসলাম।  পরে জামায়াতে ইসলামী জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত হয়। এছাড়া শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর  শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়। সবশেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিপ্রতিষ্ঠানে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ  পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,  সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ  মো. আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান ও আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমূখ। এসময় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/ শিক্ষার্থীসহ  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

এক মাছের দামই ৩ লাখ ১২ হাজার টাকা

একটি জাবা ভোলা মাছ ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৩২ কেজি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।