কানাইলাল দাশ (৬৮) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়। বাড়িতে বসে ওই খবর পান স্ত্রী সরস্বতী দাশ (৬০)। স্বামীর মৃত্যুর কথা শুনে তিনিও অসুস্থ হয়ে পড়েন; কিছুক্ষণ পর ঢলে পড়েন মৃত্যুর কোলে। গতকাল সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলায়। এ ঘটনা ঘটে।
মৃত ওই দম্পতির বাড়ি উপজেলার তুলিয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে পারিবারিকভাবে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁরা এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রহমান শেখ জানান, তাঁর বাল্যবন্ধু কানাইলাল দাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হৃদ্রোগে ভুগছিলেন তিনি। গতকাল সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে তিনি মারা যান। তাৎক্ষণিক এই খবর মুঠোফোনে বাড়িতে জানানো হয়। তখন তাঁর স্ত্রীও অসুস্থ হয়ে মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ঘটনাটি দুঃখজনক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই দম্পতির আকস্মিক মৃত্যুতে পরিবার ও আশপাশের মানুষ শোকাহত।