তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী সরদারের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় তালা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে তালা ডাকবাংলো চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠু, এবং আরও অনেক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় সাংবাদিক আক্তারুল ইসলাম তার ছেলে-মেয়ের জন্মনিবন্ধনের জন্য ইসলামকাটি ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। একই সময়ে সেখানে তার এক আত্মীয়ের জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার গ্রাম আদালতের দিন ধার্য ছিল। আত্মীয়ের অনুরোধে চেয়ারম্যানের কাছে ন্যায়বিচারের সুপারিশ করার সময় সন্ত্রাসী রমজান আলী সরদার (৩৬) হঠাৎ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্তারুল ইসলামের ওপর হামলা চালায়।

এই হামলায় সাংবাদিক আক্তারুলের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউর রহমানকে মারধর করা হয়। হামলার ফলে ইউনিয়ন পরিষদের কক্ষ রক্তাক্ত হয়ে ওঠে। আহতদের দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসী রমজান আলীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সাংবাদিকদের পরিবারের পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন আক্তারুল ইসলামের পিতা মোঃ শফিকুল ইসলাম, স্ত্রী আখি আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা। বক্তারা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।