মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি,
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৫০ মিনিটে বিনেরপোতা টিটিসির সন্নিকটে শ্রীজাংহাল ব্রীজের পূর্ব পাশে ঢাকাগামী পরিবহনের সাথে সাতক্ষীরাগামী আলম সাধুর ধাক্কা লাগে এবং ঘটনা স্থলে ভ্যান চালক রফিকুল ইসলাম (৫৫) নিহত হন তার বাসা সাতক্ষীরা সদরের বাশদহ সাতানী গ্রামে। ঘটনা স্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনস্পেক্টর নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
![](https://crimebarta.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-19-at-8.25.51-PM-660x330.jpeg)