তালা সাতক্ষীরা সংবাদদাতা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার তালায় দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠিত হয়। মাস্টার আমিনুর রহমান কে সভাপতি ও আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক মনসুর আলী, প্রচার ও প্রযুক্তি সম্পাদক হাসানুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মাসুদুল কবির, সহ পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইবাদুল হক, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার মুসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মতিউর রহমান, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক শহিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক আলমগীর হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
কার্যকরী সদস্যগন হলেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোঃ মহসিন সরদার, মোঃ ইসরাফিল, মোহাম্মদ মেহেরুল ইসলাম, মোঃ জাকির হোসেন। সম্মেলনে নির্বাচিত সভাপতি মাস্টার আমিনুর রহমানকে শপথ পাঠ করান সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, অধ্যাপক গাজী সুজায়েত আলী, পরে অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি মাস্টার আমিনুর রহমান।
Check Also
কম্বল পেয়ে খুশি দোহারের পদ্মাপারের শীতার্ত মানুষ
আশিয়া বেগমের বয়স ৮০ ছুঁই ছুঁই। মাথায় পাকা চুল। সোজা হয়ে দাঁড়াতেও পারেন না। লাঠিতে …