আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নব-নির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) বিকালে আশাশুনি উপজেলা জামায়াত অফিসে এ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়।২০২৫-২০২৬ সেশনের আশাশুনি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আবু মুছা তারিকুজ্জামান,নায়েবে আমীর মাওঃনুরুল আবছার মুরতাজা,নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন,
সেক্রেটারী অধ্যাপক মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারি ডাঃ মাওঃ আব্দুল বারী,প্রফেসর শাহজাহান হোসেন,ডাঃ রোকনুজ্জামান।
এছাড়া আশাশুনি উপজেলার কর্মপরিষদ ও নির্বাচিত শুরা সদস্য-মাওলানা আব্দুল মান্নান,মাওঃ আতাউর রহমান,মাওঃ রিয়াছাত আলী,মাওঃ রুহুল কুদ্দুস,শাহ অহিদুজ্জামান শাহিন,এডভোকেট শহিদুল ইসলাম,হাফেজ আব্দুল্লাহ,আলহাজ্ব আফসার উদ্দিন,মাওঃ শহিদুল ইসলাম,এবিএম আলমগীর হোসেন পিন্টু।
২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত ইউনিয়ন আমীর হিসেবে শপথ গ্রহন করেছেন-১.শোভনালী-মাওঃ জিয়াউর রহমান,সেক্রেটারী-আলহাজ্ব দেছের আলী।২.বুধহাটা-মাওঃ আব্দুল ওয়াদুদ,সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম।৩.কুল্লা-মাওঃ ইউসুফ আলী, সেক্রেটারি-মোঃ ফয়সাল হোসেন।৪.দরগাহপুর – প্রফেসর আব্দুল গনি,সেক্রেটারী মাওঃ জাকির হোসেন।৫.বড়দল- মাওঃ আব্দুল ওয়াজেদ,সেক্রেটারী- সেকেন্দার আলী।৬.আশাশুনি-হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি-মাওঃ আব্দুল হাই।৭.শ্রীউলা-মাওঃ লুৎফর রহমান,সেক্রেটারী শাহিনুল ইসলাম।৮.খাজরা-মাওঃ মোস্তাফিজুর রহমান,সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ।৯. আনুলিয়া-মাওঃ হারুনার রশিদ,সেক্রেটারী গাজী আব্দুর রশিদ।১০.প্রতাপনগর-মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারী-মাওঃ আল আমিন।১১.কাদাকাটি-মাওঃ আবু বকর সিদ্দিক,সেক্রেটারী-হায়দার আলী।নবনির্বাচিত উপজেলা দায়িত্বশীল কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন আমীর গনের  শপথ বাক্য পাঠ করান উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান  তুষার।

Check Also

সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসবে সাম্যের সুর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরার আয়োজনে ২০ ডিসেম্বর সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।