সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসবে সাম্যের সুর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরার আয়োজনে ২০ ডিসেম্বর সকাল ৯টায় তালা উপজেলার ত্রিশমাইল অগ্রগতি সংস্থার মিলনায়তনে ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ সেøাগান শীর্ষক তিন পর্বের কবিতা উৎসবের প্রথম পর্বে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও উৎসব সংগীত পরিবেশনের মধ্যদিয়ে উৎসবের সূচনা হয়। প্রথম পর্বে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মনিরুজ্জামান মন্ময় মনিরের সভাপতিত্বে ও কবি গুলশান আরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বাচিকশিল্পী সবুজ শামীম আহসান। অনুষ্ঠানে কবিতা উৎসব পত্রিকার মোড়ক উন্মোচন এবং তিনজন গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কামরুল ইসলাম ফারুককে কবিতায়, সৈয়েদ একতেদার আলীকে আবৃত্তিশিল্পে এবং গবেষণায় এএফএম এনামুল হককে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় গুণিজনের অনুভূতি প্রকাশ করেন পদকপ্রাপ্তরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামান। উৎসব সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু। ঘোষণাপত্র পাঠ করেন আরশি বাউল। শোক প্রস্তাব পাঠ করেন মিল্টন সানা, প্রধান সন্বয়কারীর বক্তব্য রাখেন হেলাল সালাহউদ্দীন। বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক শিরিন সাদী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা লেখিকা নাজমুন নাহারের সভাপতিত্বে খান বাহাদুর আহছানউল্লাহ ও তাঁর সাহিত্য কর্ম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি অধ্যাপক প্রবন্ধকার মো. মনিরুল ইসলাম। আলোচনা করেন কবি আব্দুল ওহাব আজাদ, ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও কবি শহিদুর রহমান। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বেলা ৩টায় স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবি স ম তুহিনের সভাপতিত্বে আলোচক ছিলেন ড. মুহাম্মদ আখতারুজ্জামান। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামরুল ইসলাম ফারুক, কবি শহিদুর রহমান, কবি সৈয়দ একতেদার আলী, কবি স ম তুহিন, কবি সুকুমার দাশ বাচ্চু, কবি গুলশান আরা, কবি শিরিন সাদী, কবি দিলীপকুমার দিব্যানন্দ, প্রধান শিক্ষক নাসিমা সুলতানা, শাহনাজ পারভিন, সাংবাদিক মো. রবিউল ইসলাম, বাবুল আক্তার, তপু মন্ডল, সরদার মো. নাজিম উদ্দীন, হেলাল সালাহউদ্দীন, সুমন হাসান, অধ্যাপক প্রশান্ত রায়, নারায়ণ সাধু, বিশ্বাস আবুল কালাম প্রমুখ। আবৃত্তি করেন আবুবক্কর সিদ্দীক, ফাহরিয়া ইসলাম, মন্ময় মনির, মনিরুজ্জামান ছট্টু, এটিও মাসুদুর রহমান, হেনরী সরদার, মহাথির রহমান, মুবীন রহমান প্রমুখ।

Check Also

আশাশুনিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক,আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।