ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

দুই মাস ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার ভোর সকাল থেকে ছাত্রছাত্রীরা চারদফা দাবিতে চলা আন্দোলনের এক পর্যায়ে পুরাতন নাম ‘মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস’ নাম যুক্ত ফটক পরিবর্তন করে ‘মেডিকেল ইন্সটিটিউট, সাতক্ষীরা’ নাম করণ করে।

দুপুরে নাম পরিবর্তন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদী ছাত্র সমাবেশ ও সাতক্ষীরা-সুন্দরবন মহাসড়কে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রনেতা নাগিব মাহফুজ।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা নাগিব মাহফুজ বলেন, ম্যাটসের শিক্ষার্থীদের ২ মাস ধরে চলমান আন্দোলনের দাবি সমূহ পূরণ না হওয়ার মূল কারণ প্রতিষ্ঠানের নাম, এস এস সি পাশ করে স্কুল এ পড়তে হয়,  তাই সারা বাংলাদেশ ব্যাপী ম্যাটস এর শিক্ষার্থীরা এই নাম পরিবর্তন করে নতুন নাম করণ করেন, তিনি আরও বলেন, তারা এই নাস পরিবর্তনের বিষয়ে তাদের উর্ধতন কর্মকর্তাদের জানালেও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ফেলে।

সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা জিল্লুর রহমান, অর্পিতা মল্লিক, নূর মোহাম্মাদ, শেখ সুলায়মান, নাঈমা জাহান তৃষা, ইমন হাসান, আম্বিয়া খাতুন, আরিফুল ইসলাম, ইতি আক্তার ইভা, আব্দুর রহমান প্রমুখ।

Check Also

প্রতিবাদে সচিবালয়ে বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের

জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি ৫০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।