মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি নির্বাচিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর আমীর ,জাহিদুল ইসলাম ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত আমীর ইব্রাহিম খলিলের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
সেক্রেটারি হিসেবে সেলিম পারভেজের নাম নবনির্বাচিত আমীর ঘোষণা করেন।
শপথ বাক্য পাঠ করানোর পর শহর আমীর জাহিদুল ইসলাম উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে হেদায়াতী নসীহা পেশ করেন।
তিনি বলেন আজকে যে দুইজন ভাইদের উপর আল্লাহতালার পক্ষ থেকে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্ব শুধুমাত্র তাদের একার নয়। আপনারা সকলে সময় ,শ্রম এবং পরামর্শের মাধ্যমে ভাইদেরকে সহযোগিতা করবেন যেন ইসলামী আন্দোলনের কাজকে দুর্বার ঘাঁটিতে পরিণত করতে পারেন।
এছাড়া তিনি আমানতদারিতা, দায়িত্বের জবাবদিহিতা, জিহাদের গুরুত্ব ও তাৎপর্য এবং পরকালের জবাবদিহিতা সম্পর্কে আলোচনা পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সহকারী সেক্রেটারি মোঃ বদিউজ্জামান খান, সাতক্ষীরা শহর শিক্ষা কল্যাণ পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলাম, সাবেক সাতক্ষীরা শহর এবং জেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার মুনসুর আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …