আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ডিসেম্বর মোঙ্গলবার বাদ মাগরিব ঘোনা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি রাসেল ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন মহাদেব নগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং ঘোনা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও সদর জামায়াতের নব নির্বাচিত আমির মাওঃ মোশাররফ হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগর দাঁড়ি কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মাফুজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনারুর ইসলাম ঝাউ ডাঙ্গ ফাজিল মাদ্রাসা প্রভাষক মোক্তারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি সহ যুব বিভাগের নেতৃবৃন্দ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্টার পাশাপাশি আমাদের নৈতিকতার পরিবর্তন করে একটি সোনালি সমাজে পরিনত করতে হবে। পাশাপাশি আমাদের মানুষদেরকে ইসলামের পথে আহব্বান করতে হবে। কোরানের আইন বাস্তবায়নের জন্য যুগে যুগে যুবকরা যে বিভিন্ন যুদ্ধে অবদান রেখেছে তাদের মত অগ্রনী ভুমিকা রাখতে হবে এই যুবকদের। যুবকদের জন্য আজ সৈরাচার পালাতে বাধ্য হয়েছে আর কোন রক্ত পিপাসুদের হাতে বাংলার জমিন আর এক ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না । পরিশেষ সবাই কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষে করেন
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …