মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি নির্বাচিত হয়েছে।
২৪ ডিসেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর আমীর মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে ২০২৫-২০২৬ সেশনের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত আমীর হিসেবে প্রভাষক আব্দুল কাদের এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
সেক্রেটারি হিসেবে মোঃ হাবিবুর রহমানের নাম নবনির্বাচিত আমীর ঘোষণা করেন।
শপথ বাক্য পাঠ করানোর পর শহর আমীর জাহিদুল ইসলাম উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে হেদায়াতী বক্তব্য পেশ করেন।
তিনি বলেন আজকে যে দুইজন ভাইদের উপর আল্লাহতালার পক্ষ থেকে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্ব শুধুমাত্র তাদের একার জন্য নয়। আপনারা সকলে সময় ,শ্রম এবং পরামর্শের মাধ্যমে ভাইদেরকে সহযোগিতা করবেন। এই ওয়ার্ড যেন ইসলামী আন্দোলনের কাজকে দুর্বার ঘাঁটিতে পরিণত করতে পারেন।
তিনি আরও বলেন,একজন ফুলের মালিক যেমন তার বাগানকে সুন্দরভাবে পরিচ্ছন্ন এবং সজ্জীবীত করে রাখেন ,তেমনি আমাদেরকেও বাগানের মালিক হয়ে ইসলামী বিপ্লবের জন্য কাজ করে যেতে হবে। এছাড়া তিনি আমানতদারিতা, দায়িত্বের জবাবদিহিতা, জিহাদের গুরুত্ব ও তাৎপর্য এবং পরকালের জবাবদিহিতা সম্পর্কে আলোচনা পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার নায়েবে আমীর, ফখরুল হাসান লাভলু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ ।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …