আশশুনির প্রতাপনগরে ৩ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন।।  সভাপতি-নাসির,সেক্রেটারী-মোস্তফা মনোনীত 

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুড়িকাহুনিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওঃ ওহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওঃ শফিকুল ইসলাম,সেক্রেটারি মাওঃ আল আমিন। সমাবেশে উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয-কমিটিতে সভাপতি মাওঃ নাসির উদ্দিন,সহ-সভাপতি মাওঃ আছাদ আলী বিশ্বাস, সেক্রেটারি হাফেজ মোস্তফা কামাল,সহ-সেক্রেটারি মাওঃ ইউছুফ জামিল,বায়তুলমাল সম্পাদক মাওঃ ছাকিফ আল ফারুক,প্রচার,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওঃ আবু বকর সিদ্দিক,তরবিয়াত সম্পাদক হাফেজ মাওঃ আফজাল হোসেন,ওলাম বিভাগ সম্পাদক প্রফেসর মাওঃ আব্দুল কাদের,পেশাজীবী ও সমাজ কল্যাণ বিভাগ সম্পাদক মাওঃ আবু সালেহ, শ্রমিক বিভাগ সম্পাদক মোঃ মিজানুর রহমান সানা,যুব বিভাগ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম মোল্লা। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-সকলকে আল্লাহর কাছে দায়িত্বের জবাব দিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে এবং প্রত্যেকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।

Check Also

গোলাগুলির পর শীর্ষ সন্ত্রাসী পলাশসহ ১১ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ও যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে খুলনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।