এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ২ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান,হিজলিয়া গ্রামের গাজী বাড়ির ময়না খাতুন (৬০) ঘটনার রাতে কেরোসিন বাতি (ল্যাম্প) জ্বালিয়ে খাটের কানায় রেখে প্রকৃতির ডাকে বাহিরে যান। পিছন ফিরে দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। তার চিৎকারে পাশের লোকজন জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তার ও পাশের আরেকটি ঘর ও ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে ময়না ও রাফেজা খাতুনের ঘর,দুই শতাধিক হাঁস মুরগি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মসজিদের মাইকে আগুনের খবর মাইকিং করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদঢালী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশাশুনিতে মাদকদ্রব্যসহ আটক ২
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা এর কর্মকর্তারা অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছছে। বুধবার(২৬ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার বড়দল থেকে তাদেরকে আটক করা হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর দায়িত্বরত এসআই বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলেসোহাগ শেখ (২৬) ও আয়ুব আলীর ছেলে মোঃ স্বজল মালি (২১)কে নিজ নিজ বাড়ি থেকে মাদক দ্রব্যসহ আটক করা হয়। তাদের দুই জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।