সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট গ্রেপ্তার হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় অতিতিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন মোল্যার নেতৃত্বে এসআই মো. মোস্তাক আহম্মেদ, এসআই মো. রুবেল আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ডিসেম্বর রাতে পৌরসভার ৮নং পলাশপোল এলাকার মসজিদের পাশে এসআর ফ্যাশানের সামনে পাকা রাস্তার উপর হতে শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের ছেলে মো. সুমন হোসেন(২৪)কে ১টি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। আটক মো. সুমন হোসেন(২৪) একজন অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট বলে জানায় পুলিশ। আটক সুমন জুয়ার অ্যাপস ব্যবহার করে একটি অনলাইন ব্যবহার করে অনলাইন ক্যাসিনো/জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় (সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩(২) ধারায় ৩৯ নং মামলা, তারিখ- ২৫-১২-২০২৪খ্রি) মামলা দায়ের করা হয়েছে।
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …