লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):-সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে বন্ধু মহলের আয়োজনে ২৫ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশের মুখোমুখি হয় হাজিপুর ইয়াং স্টার ক্লাব। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে হাজিপুর ইয়ায় স্টার ক্লাব- ৫ ও ঘোনা ফুটবল একাদশ-৩ গোল করে। খেলায় ম্যান অব দা ম্যাচ হয় হাজিপুর ইয়াং স্টার ক্লাবের বাবু। ম্যাচ পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবল আলম বাবলু, সহকারি হিসাবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও তাপস সরকার।¬¬¬¬¬¬ খেলায় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকন, বিএনপি নেতা মিলন কুমার, আলহাজ্জ শাহাদাত হোসেন,নলতা শরিফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, জিয়ারুল ইসলামসহ বিএনপি ও বিএনপি-এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক আলমগীর কবীর ও মিজানুর রহমান। আগামী ২৯ ডিসেম্বর রবিবার বিকালে টুর্নামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হবে।

Check Also

ঈদে সুন্দরবন ভ্রমণে হাজারো পর্যটকের ভীড়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জ এর আওতাধীন সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের কলাগাছিয়া ফরেস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।