শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :বড়দিন উদযাপন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ‘র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি মাসরুবা ফেরদৌস, জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা ডিজিএফআইয়ের উপ-পরিচালক রেজাউল হক চৌধুরী, এনএসআই এর উপ পরিচালক আসাদুল হক পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, র্যাব ৬ এর ডিএডি রুহুল আমিন, আনসার ব্যাটিলিয়ানের জেলা কমান্ডডেন্ট আশরাফুজ্জামান, ৩৩ বিজিবি সাতক্ষীরার সুবেদার মো. আতিক, ১৭ বিজিবি নীলডুমুর এর নায়েব সুবেদার আব্দুল লতিফ, বড়দিন উদযাপন কমিটির সভাপতি হেনরি সরদার,সাধারণ সম্পাদক পৌল বৈরাগীসহ বিভিন্ন চার্জের প্রধানগন। সভায় বড়দিন উদযাপন ও থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন বন্ধ, আতজবাজী বন্ধ, সড়ক দূর্ঘটনা রোধে অতিরিক্ত গতিতে মটর সাইকেল চালানো থেকে বিরত থাকার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া বড়দিন উদযাপনে সকল আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দেওয়ার পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে তৎপর রাখার সিদ্ধান্ত হয়।
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …