ভালুকা চাঁদ পুরে সবীনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, ধুলিহর:ভালুকা চাঁদ পুরে সবীনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আসর এর নামাজের পরে ভালুকা চাঁদ পুর জামে মাসজিদে ভালুকা চাঁদ পুর পীর মানিক চৌধুরী ইয়াতিম খানা ও কমপ্লেক্সের হেফজ বিভাগের ছাত্রদের অংশগ্রহনে মাসিক সবীনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভালুকা চাঁদ পুর পীর মানিক চৌধুরী ইয়াতিম খানা ও কমপ্লেক্সের সভাপতি ময়নুর রহমান চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজান চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাদপুর আর্দশ দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মহাসিনুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল মাসুদ,মাওলানা লুৎফর রহমান,সিরাজুল ইসলাম সরদার,মমিনুর রহমান জমাদ্দার,মুনসুর রহমান মালি,বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান চৌধুরী সহ আরো অনেকে।মাসিক সবীনা অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী হয় নাহিদ হাসান,দ্বিতীয় জুবায়ের হোসেন,তৃতীয় মারুফ বিল্লাহ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর ফারুক, মুহতামিম ভালুকা চাঁদ পুর মানিক চৌধুরী হাফিজিয়া মাদরাসা।

Check Also

লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):-সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে বন্ধু মহলের আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।