রুহুল কুদ্দুস, ধুলিহর:ধুলিহরে মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরাসায় অভিভাবক সমাবেশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মফিজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মফিজ উদ্দিন ক্যাডেট মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান,মফিজ উদ্দিন মাদ্রাসার সহ-সভাপতি আব্দুল ওহাব,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের আমির মাওলানা আব্দুস সালাম,জমিদাতা গোলাম হাসান, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান খোকন, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর আব্দুল ওয়াদুদ,ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও জমিদাতা মঞ্জুয়ারা বেগম, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, মফিজ উদ্দিন ক্যাডেট মাদ্রাসার কোষাধ্যক্ষ আতাউর রহমান রিঙ্কু,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ি ইউনিয়নের আমির মোঃ শাহিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার টিম সদস্য মোহাম্মদ আলী হাবিবী,বিভিন্ন পেশার শ্রেণী পেশার ও অভিভাবক বৃন্দ। এ সময় বক্তারা বলেন, আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে প্রাথমিক শিক্ষার কোন জুড়ি নাই সুতরাং সকলকে উচিত সন্তানদেরকে ছোটবেলা থেকেই কোরআন এবং হাদিস মাফিক জীবন যাপন গঠনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই ছোট্টবেলা থেকেই তাদের মাথার ভিতরে কোরআন এবং হাদিস ঢুকাতে হবে।এবং মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয় মাদ্রাসার ছাত্র এমনি মেধাবী হয় এখন আর মাদ্রাসায় পিছিয়ে নেই তারা তারা বাংলাদেশের বড় বড় সেক্টর চাকরি করছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী হাবিবি।
Check Also
ডিবি পুলিশের হাতে অ*নলাইন জু*য়া*র মাষ্টার এজেন্ট গ্রে*প্তার
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট গ্রেপ্তার হয়েছে। পুলিশ সুপার …