ফিরোজ হোসেন, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি সোমবার বিকাল ৪টার দিকে ঘটে। মৃত ব্যক্তি হলেন,সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী গ্রামের মৃত আব্দুল ঢালীর পুত্র আব্দুল জলিল সম্রাট (৩২) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (২৬) । থানা সূত্রে জানা যায়, আব্দুল জলিল সম্রাটের সাথে তার স্ত্রী ফাতেমা খাতুনের দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি চলে আসছিল। এ কারণে ফাতেমা খাতুন ঢাকাতে চাকরী করতেন । আব্দুল জলিল সম্রাট তার স্ত্রী ফাতেমা খাতুনকে ফোনে বলেন আমি আর কোন সমস্যা করবো না তুমি আমারে ঢাকায় নিয়ে যাও। স্বামীর কথা শুনে ফাতেমা খাতুন আজ সোমবার শিকড়ী গ্রামে আসে। একপর্যায়ে রান্না করে খাওয়ার পর বিকাল ৪ টার দিকে আব্দুল জলিল তার স্ত্রী ফাতেমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। পরে সম্রাট নিজে আত্মহত্যা করেছে। মৃত আব্দুল জলিল ও ফাতেমা খাতুনের সংসারে ১ ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। এ বিষয় সদর থানা ওসি অপারেশন জানান ময়না তদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।
Check Also
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন
আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …