সাক্ষীরায় কমেছে সবজির দাম

আহসান হাবীব:  ভালো ফলন , আমদানি ও ফলন বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। ১৫ দিন আগে সবজি বেশি দামে বিক্রি হলেও এখন তা কেজি প্রতি দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা।

ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।ব্যবসায়ীরা বলছেন, দাম কমে যাওয়ার অন্যতম কারণ হলো একইসঙ্গে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সব সবজি।

এছাড়া নভেম্বরে বৃষ্টি হওয়ায় শীতের আগাম সবজি চাষ হয়েছে দেরিতে। আর আবহাওয়া ভালো থাকায় ফলন বেশি হয়েছে।
জানা যায়, সবজি উৎপাদনের মধ্যে সাতক্ষীরা অন্যতম। সাতক্ষীরা কে দক্ষিণাঞ্চলের সবজির ভাণ্ডার বলা হয়।

প্রতিবছর জেলায় প্রচুর পরিমাণ সবজি উৎপাদন করে থাকেন এ অঞ্চলের কৃষকরা। সাতক্ষীরার চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে এবার জেলায় নভেম্বরে বৃষ্টি হওয়ায় শীতের আগাম সবজি চাষ হয়েছে দেরিতে। আর আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে বেশি। এছাড়া শীতকালীন সব ধরনের সবজি একসঙ্গে বাজারে আশাতে, সবজির দামের উপরে প্রভাব পড়েছে।

Check Also

দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।