‘আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনো অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। সেজন্য পুলিশ, বিচার বিভাগ ও সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সচিবালয়ে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরে আসবে না, আপনারা ‘রিয়েলিটি মাইনে নেন’।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট সচিব ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, হাসিনা গত ১৬ বছর বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলকে জিম্মি করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল৷ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। কিন্তু আমাদের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ দেশে খুনি হাসিনা আর ফিরতে পারবে না, তার পুনর্বাসন আর হবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সরকার গঠনের কয়েক মাস পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক হয়নি। আপনারা বলেন, সিন্ডিকেট এক হাত থেকে অন্য হাতে গিয়েছে। সিন্ডিকেটের হাত পালটালে আপনাদের কাজ কী? এসব সিন্ডিকেটের হাত গুঁড়িয়ে দিতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে বলতে চাই, অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। কোনো বিপ্লবীর ওপর হামলা হলে সে দায় গ্রহণ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের দেশ প্রেমিকদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আলেমদের হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ১৬ বছর ধরে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের বিচার করতে হবে। দেশে আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, আমাদের অন্য কোনো শত্রু নেই।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।