বর্তমান সমাজে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা

আহসান হাবীব: আধুনিক সমাজে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তাদ্বিনি ইলমের অস্তিত্ব যদিও মৌলিকভাবে মাদরাসার ওপর নির্ভরশীল নয়; কিন্তূবর্তমান প্রেক্ষাপটে দ্বিনি শিক্ষা মাদরাসার ওপর নির্ভরশীল,আল্লামা আশরাফ আলী থানবি (রহ.আধুনিক সমাজে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তাকোনো সন্দেহ নেই বর্তমানে দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) অস্তিত্ব মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় অনুগ্রহ। এসব চার দেয়ালের দুর্বল মাদরাসাগুলো ইসলাম রক্ষায় বড় অবলম্বন। কেননা ইসলাম হলো বিশুদ্ধ বিশ্বাস ও আমলের নাম। যার মধ্যে দ্বিনদারি, মুআমালাত, মুআশারাত ও আখলাক-চরিত্র সবই অন্তর্ভুক্ত।
আমল নির্ভর করে ইলমের ওপর, আর দ্বিনি ইলমের অস্তিত্ব যদিও মৌলিকভাবে মাদরাসার ওপর নির্ভরশীল নয়; কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দ্বিনি শিক্ষা মাদরাসার ওপর নির্ভরশীল। বিশেষত যেহারে ধর্মহীনতা, ধর্মবিদ্বেষ ও পাপাচার বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ দুনিয়ামুখী হচ্ছে, তাতে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা আরো প্রবলভাবে অনুভূত হয়।
আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, প্রত্যেক নর-নারীর উপর দ্বীন ইলিম শিক্ষা করা ফরজ।
পবিত্র কোরআনে সুরা জুমারে আল্লাহ তা’আলা বলেন, যারা জানে আর যারা জানেনা তারা কখনো এক হতে পারে না।

Check Also

মিলবাজার এলাকায়  প্রেমের অভিনয় করে  প্রেমিককে বাসায় ডেকে  টাকা ও  মোবাইল ছিনিয়ে নিয়ে বেধড়ক মারপিট,   দুই লক্ষ টাকা চাঁদাদাবী! 

ফিরোজ হোসেন, সাতক্ষীরা  : সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া  মিলবাজার এলাকায় প্রেমের অভিনয় করে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।