ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)—এর সভাপতি, প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীন এর রুহের মাগফেরাত কামনায়শোক সভা ও দোয়া মাহফিল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী শুক্রুবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা আর— আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সাতক্ষীরা শাখার সভাপতি আনিসুর রহমান পলাশের সভাপতিত্বে ও সেক্রেটারী কল্লোল আহমেদের পরিচালনায় প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীনের শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করেন আইডিইবি এর জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় অন্যান্যের মধ্যে আইডিইবি এর কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, আইডিইবি এর জেলা উপদেষ্টা শেখ নুরুল হুদা, মাওলানা আজিজুর রহমান, এফডিইবি এর জেলা কমিটির সদস্য আব্দুর রহমান, আব্দুল্লাহ আল হাসিব, আল হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীন একজন অত্যন্ত ভাল মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং আল্লাহ তায়ালা তাঁর প্রিয় জান্নাতের একান্ত মেহমান হিসেবে কবুল করুন। অনন্তকালের যে সফর তিনি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর এই সফর সহজ করুন, কল্যাণকর করুন, নাজাতময় করুন এবং তাঁর রহমতের ফিরিস্তা দিয়ে সাহায্য করুন। পরিবার—পরিজন, আপনজন, প্রিয়জন ও সহকর্মী সকলকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা তাঁর গায়েব থেকে এই অভাব পূরণ করার ব্যবস্থা করে দিন আমিন। প্রেসবিজ্ঞপ্তি।
Check Also
দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …