সাতক্ষীরায় বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার এক যুবক

জানুয়ারি ৪, ২০২৫
সাতক্ষীরায় ৩ টি বিদেশী পিস্তল ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ ১ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া যুবক দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর পুত্র মো: আসাদুল গাজী।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হলেও অন্য যুবক পালিয়ে যায়। আটকের পর আসাদুল গাজীকে তল্লাশী করে ৩টি বিদেশী পিস্তল ৬টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা দায়ের করেছে বলে জানান পুলিশ সুপার।

Check Also

হাজারো শহীদের রক্তবন্যা বইয়ে ফ্যাসিস্ট হাসিনার পলায়ন

কোটাবৈষম্য নিয়ে আন্দোলন শুরুর ২০ দিনে লাশ আর রক্তবন্যায় পতন ঘটে দেড় দশকের ফ্যাসিস্ট আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।