গাইবান্ধার পলাশবাড়িতে ছাত্রদলের আলোচনা অনুষ্ঠানে ছাত্রদলের এক নেতা প্রকাশ্যে সভার শুরুতেই ছাত্রলীগের মূলনীতি ঘোষণা করে ভাইরাল হয়েছেন। রোববার পলাশবাড়িতে ছাত্রদলের ওই আলোচনা সভায় ছাত্রদলের এক প্রথমসারির নেতার মুখে এ ঘোষণা শোনা যায়। সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়।
পলাশবাড়ি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানকে মাইকে ঘোষণা করতে শোনা যায়, ‘ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি।’
এ কথা মাইকে ঘোষণার খবর সামাজিক গণমাধ্যমে প্রচারের পর সবার নজরে আসে। বিষয়টি নিয়ে দলে ও দলের বাইরে আলোচনার ঝড় ওঠে। ভাইরাল হয়ে ওঠে তার বক্তব্যটি।
এ বিষয়ে জানতে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার আশপাশে থাকা লোকজন জানান, এ ঘটনার পর থেকে শিবলু প্রধান এ বিষয়ে কোনো কথা বলছেন না।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মো. সাদিক জানান, বিষয়টি তিনি জানেন না। এ ঘটনার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।