অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রলীগ কর্মী, আটক করল শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাস্টার্সের পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন। তিনি অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছিলেন। রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সাজ্জাদ।

সোমবার দুপুর ২টার দিকে রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিক্ষার্থীদের দাবি, আন্দোলনে শহিদ চবি শিক্ষার্থী হৃদয় তরুয়ার হত্যার সঙ্গে সরাসরি জড়িত সাজ্জাদ। বর্তমানেও সে চারটি ফেক আইডির মাধ্যমে ছাত্রলীগের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা শুরু হয়েছে গত ১ ডিসেম্বর এবং শেষ হবে আগামী ২৬ জানুয়ারি। সোমবার এই বর্ষের সপ্তম পরীক্ষা ছিল। অভিযুক্ত সাজ্জাদ এর আগের সব পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা আগেই সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ জানানোয় বিভাগ থেকে বিশেষভাবে তাকে অফিস কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

শিক্ষার্থীদের দাবি, সাজ্জাদ হোসেন নিজ এলাকা বোয়ালখালীতে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং জুলাই আন্দোলনের সময় নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিত। গত ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেটে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হাজারী বলেন, আমরা সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা কমিটি এবং বিভাগ উভয় জায়গাতেই অভিযোগ জানিয়েছিলাম। তবে কেন তাকে অফিসে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল।

রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা না থাকায় আমরা তার পরীক্ষার সুযোগ করে দেই। আমরা তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে দিয়েছি। যে কেউ যেকোনো আদর্শ ধারণ করতে পারে। তার বিরুদ্ধে লিখিত নির্দেশনা দিলে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতাম না।

একই দিন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার ভবন এলাকা থেকে আরেক ছাত্রলীগ কর্মী লতিফ ওরফে আনিককে আটক করেন শিক্ষার্থীরা। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের স্টেশনের একটি দোকান ভাঙচুরের মামলায় ২১ নম্বর আসামি তিনি।

প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ যুগান্তরকে বলেন, আজকে দুজনকে আটক করেছে শিক্ষার্থীরা। একজন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আরেকজন বি

Check Also

ভারতে মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ : নিহত ৯

ভারতে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলায় নয়জন নিহত হয়েছে। মাওবাদী দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।