বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাত্রশিবিরের কর্মী হাসানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা ।
এক যৌথ শোক বার্তায় বাংলাদেশ জামায়াতের সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান বলেন, আজ ০৬ জানুয়ারি পায়রাডাঙ্গা হাটখোলার পাশের ঘেরে কাঁচি দিয়ে লাউ কাটতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ’র তারে কাঁচি লেগে যায় এবং তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। সাথে সাথে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। দশম শ্রেণির ছাত্র ছিলেন এবং ছাত্রশিবির সদর উত্তর থানা শাখার কর্মী ছিলেন। প্রিয় হাসানুরকে হারিয়ে ছাত্রশিবিরের ও জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তি আজ গভীরভাবে শোকাহত, হাসানুর রহমান ছিলেন ইসলামীর আন্দোলনের একজন নিবেদিত জনশক্তি। তিনি কুরআন-সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে দেশ ও জাতির মুক্তির স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই জীবনের শেষদিন পর্যন্ত অবিচল ও আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা এক সংগ্রামী ভাইকে হারালাম।
নেতৃবৃন্দ প্রিয় হাসানুর রহমানের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সাথীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভাইটির জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন।