এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেননমোঃ নোমান হোসেন। সোমবার (৬ জানুয়ারি) রাতে তিনি থানায় যোগদান করেন।
মোঃ নোমান হোসেন সিআইডি ফরেনসিক বিভাগে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। সোমবার রাতে আশাশুনি থানায় তিনি পৌছালে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াদুদ সহ থানার সকল স্টাফ নবাগত ওসি মোঃ নোমান হোসেনকে পুস্প স্তবক দিয়ে বরন করে নেন।জানাগেছে,ওসি নোমান হোসেন ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ছাত্র হিসেবে ওসি নোমান খুবই মেধাবী ছিলেন। তিনি পঞ্চম শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত হন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভুগোল ও পরিবেশ বিদ্যায় অনার্সে প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ের উপর মাষ্টার্স করেন।
ভোলা জেলার লালমোহন উপজেলার কলেজপাড়া সাত নম্বর ওয়ার্ড পৌরসভার অধিবাসী নোমান ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের পিতা। চাকুরী করার পাশাপাশি তিনি একজন সাহিত্য ও সংস্কৃতি প্রেমি মানুষ। ইতোমধ্যে তার লেখা বই প্রকাশিত হয়েছে। যোগদানের পর ওসি নোমান হোসেন বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মত। জনসাধারণের যেকোন প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের জন্য খুব সহজ হবে।