খেজুর রস খেতে গিয়ে ফরিদপুরে প্রাণ গেল নারায়ণগঞ্জের ৫ জনের

খেজুরের রস খেতে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর গিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকার ভূঁইয়া পরিবারের সদস্যরা। মঙ্গলবার ভোরে ব্যক্তিগত দু’টি গাড়িতে ফরিদপুরের উদ্দেশে রওনা হয় ১০ জনের একটি দল। পদ্মা পেরিয়ে সড়কে দাঁড়িয়ে খেজুরের রসও খেয়েছিলেন তারা। পরে ফেরার পথে একটা গাড়ি সামনে এগিয়ে গেলেও পেছনে থাকা মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ফরিদপুরের গেরদা এলাকায় মুন্সিবাজার রেলক্রসিংয়ে মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান তাদের পাঁচজন।

নিহতরা হলেন ভূঁইয়াবাড়ির মাসুম শরীফ ভূঁইয়ার মেয়ে সাজিয়া সাজু (৪৫), মাসুমের ছোটভাই হাসান ভূঁইয়ার মেয়ে ফাহমিদা শারমিন মুন (৪০), মুনের স্বামী মামুন চৌধুরী লিটন (৫০), মাসুমের আরেক ভাই হোসেন ভূঁইয়ার ছেলে সাঈদের স্ত্রী আতিফা রহমান ভূঁইয়া (৩৬) এবং তাদের আরেক আত্মীয় উম্মে তাসনুমা রিন্তু (৩০)।

রাত সাড়ে ৮টার দিকে তিনটি অ্যাম্বুলেন্স করে এলাকায় আসে লাশগুলো। দুর্ঘটনার পর থেকেই ভূঁইয়া বাড়িতে শোকাবহ পরিবেশ। এলাকাবাসীর মধ্যেও শোক ছড়িয়ে পড়েছে।

ভাই হারানোর শোকে কাঁদছিলেন নিহত মামুনের ছোটভাই সেলিম চৌধুরী। সাথে থাকা সেলিমের বন্ধু শামীম জানান, ভোরে ব্যক্তিগত দু’টি গাড়িতে ফরিদপুরের উদ্দেশে রওনা হন ১০ জন। পদ্মা পেরিয়ে সড়কে দাঁড়িয়ে খেজুরের রসও খেয়েছিলেন।

নিহত মামুন নারায়ণগঞ্জের ফোর নিটওয়্যার লিমিটেডের সত্ত্বাধিকারী। তার মেয়ে নবম শ্রেণির ছাত্রী মাবিন চৌধুরী তাজরীনও (১৩) এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে জানায় স্বজনরা।

Check Also

অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রলীগ কর্মী, আটক করল শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাস্টার্সের পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।