ঝাউডাঙ্গা প্রতিনিধি :: ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওঃ এম হাবিবুর রহমান, সিলেট।
বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করেন, হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, হযরত মাওলানা হাফেজ আবু মুসা, হযরত মাওলানা শাহিনুর রহমান, যুবকমিটির সভাপতি মোখলেছুর রহমান পলাশ, রাজিব হোসেন রনি প্রমুখ।
সমগ্র মাহফিলটি পরিচালনা করেন মাওঃ মহিদুল ইসলাম।