দেশব্যাপী প্রচন্ড শীতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচন্ড কষ্ট করছে………….. জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম।

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন-চলতি বছরে দেশব্যাপী যে শৈত্য প্রবাহ চলছে,প্রচন্ড শীতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচন্ড কষ্ট করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সমার্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির এই এলাকার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করবে। আপনারা জানেন,জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের মেসেজ পৌঁছে দিয়ে মানুষের চিন্তার পরশুদ্ধির মাধ্যমে পথ ভোলা মানুষদেরকে আমরা আল্লাহর পথে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করে ইসলামী আন্দোলনের খাটি গোলাম,নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় আমরা নিয়োজিত আছি। তিনি গতকাল আশাশুনিতে শাতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,প্রভাষক শাহজাহান আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।

Check Also

শ্যামনগরে যুবলীগ নেতাসহ ৬ জন আটক

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অপরাধ সংগঠনের প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা সাইদুল মিন্টুসহ ছয় জনকে আটক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।