আহসান হাবীব, সাতক্ষীরা শহর প্রতিনিধি: জানুয়ারি ১৪, ২০২৫ । সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথিকে স্কাউট দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) আনিসুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষাজীবনের মানোন্নয়নের দিক নির্দেশনা দেন। তিনি বলেন, “সাতক্ষীরা সরকারি বিলিকা উচ্চ বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সুষ্ঠু চরিত্র গঠনে অবদান রেখে চলেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জনাব রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আমিনুল ইসলাম টুকুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পুরস্কার বিতরণী পর্বে ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের খেলার মাঠে আনন্দঘন পরিবেশে শেষ হয় এ আয়োজন। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।