আশাশুনিতে বহুবিবাহের নায়ক মামলাবাজ ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে বোনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি।। আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে আপন ভাই ও তার সঙ্গীদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে ৭ ভাই-বোনের পক্ষে ছালেহা খাতুন সংবাদ সম্মেলন করেছেন। বুধবার(১৫জানুয়ারি) দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ছালেহা খাতুন জানান, তারা আপন ৯ ভাই-বোন। এর মধ্যে ৪ ভাই ও ৪ বোন একসাথে মিলেমিশে বসবাস করি। ৪ ভাইয়ের ৩ জন বিদেশে থাকে,একজন ঢাকায় থাকায় বাড়িতে মহিলারাই বসবাস করে। অপর ভাই শফিকুল আমাদের সাথে সম্পর্ক না রেখে তার স্ত্রী আঞ্জুয়ারা,মেয়ে রাবেয়া ও জামাতা আনারুল ষড়যন্ত্র করে আমাদের ক্ষয়ক্ষতি করে আসছে। পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা ভাইবোনেরা একসাথে বসে আপোষ বন্টন করে নেই। যাতে প্রত্যেক ভাই ৪৪ শতক ও বোন ২২ শতক জমির ওয়ারেশ হয়। শফিকুল ৪৪ শতকের স্থলে ৯৭ শতক জমি দখলের চেষ্টা করলে সমস্যার সৃষ্টি হয়। এনিয়ে গত বছর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলে তিনি ১৩/০৭/২৪ তাং লিখিত প্রতিবেদন দেন। উপজেলা চেয়ারম্যান প্রতিবেদন দেখে ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত দেন কিন্তু পট পরিবর্তনের কারনে সেটি হয়নি। আমরা ২ বোন আমাদের জমি গোলাম আম্বিয়ার কাছে ডিড দিয়ে হারির টাকা গ্রহন করি এবং তাকে জমি দেখিয়ে দিয়ে চলে আসি। সেখানে কোন গোলযোগ বা কোনকিছু হয়নি। ধুরন্ধর আনারুলের কুপরামর্শে তারা পরে জমিতে গিয়ে নিজেরা আমাদের লাগানো গাছ কেটে,ভাংচুর করে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে নিউজ করানো হয়। পুলিশ ঘটনা শুনে স্থানীয় জামায়াতের সেক্রেটারীর উপর দায়িত্ব দেন। সেক্রেটারী উভয় পক্ষকে ডাকলে শফিকুলরা সময় চেয়ে নেয়। দ্বিতীয়বার ডেকে পরের শনিবার জমি মাপজোকের সিদ্ধান্ত নেন। কিন্তু শফিকুলরা ষড়যন্ত্র করে গোপনে আরেক দারোগা ধরে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে। ছালেহা খাতুন আরও জানান,বউ আঞ্জুয়ারা ভন্ড কবিরাজ সেজে মানুষকে প্রতারনা করে আসছে। তার বিরুদ্ধে অনেক মামলা ও অভিযোগ আছে। জামাতা ডলার ও জাল টাকা ব্যবসায়ী। থানায় দালালী ও ডিবি পুলিশের সাথে সম্পর্কের কথা বলে মানুষকে হয়রানী করে থাকে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা ধরাকে সরা জ্ঞান করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামীলীগের দাপট দেখিয়ে আনারুলের ইন্ধনে তারা অরাজকতা সৃষ্টি করেছিল। আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি। তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। মিথ্যা মামলা ও অভিযোগ হুমকি দিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে মান সম্মানের হানি ঘটাচ্ছে। এমনকি ৫ আগস্টের পরে অন্যদের সাথে শত্রুতার কারনে তাদের বাড়িত হামলা, ভাংচুরের ঘটনা ঘটলে তারা আমাদের উপর সেই ঘটনার দায় চাপিয়ে দিয়ে আমাদেরকে নাকানি চুপানি খাওয়াতে ষড়যন্ত্র করে। আমরা ঐ ঘটনার সাথে বিন্দুমাত্র জড়িত না এবং ঘুন্যাক্ষরে কিছুই জানিনা। এসব মিথ্যাচার, ষড়যন্ত্র, মামলা ও মান সম্মানহানির হাত থেকে রক্ষা পেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Check Also

৫লাখ টাকা চাঁদার দাবিতে বিএনপি নেতাকে কু*পি*য়ে জ*খ*মের অ*ভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা মো. আকবর আলীকে কুপিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।