কামরুজ্জামান মিঠু, তালা , সাতক্ষীরা
সাতক্ষীরা তালা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা ৷
বুধবার (২৯ জানুয়ারী) সকালে, খলিশখালী হতে পাটকেলঘাটা কয়েক বছর সংস্কার অভাবে পড়ে থাকা ৩.৫ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ শেষ হওয়ায় অভিনন্দন জানান৷ এছাড়া মাগুরা- ইসলামকাটি ব্রিজের সাইট পরিদর্শন করে, ঠিকাদারকে কার্য পরিকল্পনা দাখিল এবং কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এসব সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো:কামরুজ্জামান,উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার প্রমুখ উপস্হিত ছিলেন ৷
সকালে তিনি তালা উপজেলা প্রকৌশলীর কার্যালয়,অফিস ব্যবস্থাপনা ও দপ্তরের কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এসময় খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ- সামাজিক অবস্থার উন্নতি হবে, এলাকার কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা; কর্মসংস্থান সৃষ্টি; আর্থ-সামাজিক উন্নয়ন; দারিদ্র্য দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করবে ।
![](https://crimebarta.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-29-at-7.09.19-PM-660x330.jpeg)