মুহাম্মদ অলিউল্যাহ, (রইছপুর) সাতক্ষীরা :বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদরের রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে। আজ সকালে অত্র মাদরাসা সম্মানিত সুপার মাওলানা আবু সাইদ তারণ্যের উৎসব ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলি,ছাত্রীরা ও এলাকাবাসী। উদ্বোধনী বক্তব্যে সম্মানিত মাদরাসার সুপার বলেন, তরুণ সমাজ সমাজের চালিকা শক্তি, সমাজিকতায় তরুণদের সম্পৃক্ত করতে পারলে, সমাজ হবে মাদক, সন্ত্রাস,ও অশ্লীলতামুক্ত। তাই সবাইকে একসাথে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত সহসুপার মাওলানা আব্দুল কুদ্দুস, মোঃ ইসহাক, মোঃ অজিহার সহ অন্য অন্য শিক্ষকমন্ডলি ও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে পাঁচটি স্টল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,যা আগামীকাল পযর্ন্ত চলবে। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ
![](https://crimebarta.com/wp-content/uploads/2025/01/38aa4964-7682-4a95-ac8f-4ee5e73aae24-660x330.jpg)