আশাশুনি প্রতিনিধি।। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি উপজেলার আর,ই,বি কর্তৃক অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় আশাশুনি সদরে এ সভা অনুষ্ঠিত হয়। শাহ অহিদুজ্জামান শাহিনের সভাপতিত্বে সভায় ইলেকট্রিশিয়ান মোকলেছুর রহমান,কামরুল ইসলাম,রজব আলী,মানিক বিশ্বাস,জাহিদ হোসেন,কামরুজ্জামান,দীন বন্ধু,আব্দুর রশিদ, হাফিজুর রহমান,মনিরুল,আমির হোসেন ও বাবু লাল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অনুমোদিত ইলেকট্রিশিয়ান ছাড়া কেহ অয়ারিং রিপোট করতে পারবে না,বিধায় সাধারণ গ্রাহকরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে ইলেকট্রিশিয়ানগন অনুরোধ জানিয়েছেন।
নবাগত ডি,জি,এম মনিরুজ্জামান সাহেবের যোগদান উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং অনুমোদিত ইলেকট্রিশিয়ান ছাড়া কোনো হেলপার যাতে অফিসে এসে কোনো অয়ারিং রিপোর্ট না দিতে পারে সে জন্য ডিজিএম স্যারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়।