দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিক্রিত বই জনতার হাতে আটক

স্টাফ রিপোর্টার: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান বই বিক্রির পর নিয়ে যাওয়ার সময় আটকে দেয় স্থানীয়রা। পরে প্রশাসনের মধ্যস্থতায় বিক্রিত বই স্কুলে ফেরত দিতে বাধ্য হয়েছেন এক ক্রেতা। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান বই বিক্রি করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তহিরুজ্জামান। উক্ত বই ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ক্রেতাকে আটকে দেয় স্থানীয় ছাত্রজনতা। নিয়মবহিভূত ভাবে এসব বই অনুমতি ছাড়া বিক্রি করে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতের আধারে প্রধান শিক্ষক বইগুলো বিক্রি করে দেন সাতক্ষীরার এক ব্যবসায়ীর কাছে। কমিটি বা কর্তৃপক্ষকে না জানিয়ে ২ ভ্যান বই বিক্রি করে প্রধান শিক্ষক। একের পর এক যখন রাতের আধারে বিদ্যালয় থেকে বই ভর্তি ভ্যান বের হতে থাকে তখন তাদের সন্ধেহ হয়। পরে সখিপুর কলেজ মোড়ে এসে একটি ভ্যানের গতিরোধ করে জিজ্ঞাসা করলে গোপনে বই বিক্রির বিষয়ের সত্যতা মেলে। ততক্ষনে বাকি ভ্যান ভর্তি বই এলাকা ছেড়ে চলে যেতে সক্ষম হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন উপস্থিত ছাত্রজনতা। এরপর ওই ভ্যান ভর্তি বই উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন চত্বরে আনা হলে সেখানে খবর পেয়ে হাজির হন একাধীক অভিভাবকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার বইগুলো দেবহাটা থানা পুলিশের জিম্মায় রাখার নির্দেশ দেন। পরদিন শুক্রবার উপজেলা একাডেমিক সুপারভাইজার ও দেবহাটা থানার ওসির উপস্থিতিতে বইগুলো যাচাই বাছায় করা হয়। এসময় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমিক বিদ্যালয়ের বইগুলো বাছাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, আমি বিষয়টি শোনার পর একাডেমিক সুপারভাইজার ও থানার ওসির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট বইগুলো ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেছি। এদিকে, এঘটনা কেন্দ্র করে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অভিভাবকদের পক্ষ থেকে শনিবার সকাল ১০ টায় সখিপুর মোড়ে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Check Also

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরা জামায়াতের র্যালি সমাবেশ

সাতক্ষীরা সংবাদদাতাঃ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।