শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব ———————-ড. শেখ আব্দুর রশিদ

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শন করে ড. শেখ আব্দুর রশিদ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, বিধিগতভাবে মেঘা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে। গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম জানান, সুপেয় নিরাপদ খাবার পানি পাইপের লাইনের মাধ্যমে পরিবেশ করলে জনগণ উপকৃত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব  মোহাম্মাদ হাবিবুর রহমান,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ
ডিআইজি মোঃ রেজাউল হক(পিপিএম), পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পওর১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন,
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

Check Also

ভোমরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্র্যাকের যন্ত্রাংশসহ আটক ২

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় মটর পার্টসসহ একটি বাংলাদেশি ট্রাক আটক করেছে বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।