কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন সম্পন্ন নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন

কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডিআরএম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলীর সভাপতিত্বে এবং ফোরামটির উপস্হিত সকল সদস্যেদের সম্মতিতে দৈনিক আমার দেশ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান কে সভাপতি এবং দৈনিক জবাবদিহি পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এন টিভির অনলাইন সংবাদদাতা মো: আফজাল হোসেন কে সেক্রেটারি করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সভায় কমিটি গঠন ছাড়াও ফোরামটির সদস্যদের দক্ষতা উন্নয়নে করনীয় শীর্ষক বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি দৈনিক মুক্ত খবরের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। এছাড়া সদস্যদের মুক্ত আলোচনার মধ্য দিয়ে বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভাটি সমাপ্তি হয়।

Check Also

যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. ফরিদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।