প্রত্যেক ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানোই হবে ২০২৫ সালের মূল অঙ্গীকার : ছাত্রশিবির সভাপতি।
মাসুদ রানা, সাতক্ষীরা:” দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন; জ্ঞানের আলোয় গড়বে সমাজ,সফল হবে আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনা এবং থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ই ফেব্রুয়ারি -২৫) সকাল ৭:৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী আল আমিন ট্রাস্টে ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল ইসলামের দারসুল কুরআন পেশ করার মাধ্যমে এ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা শহর ও জেলা সভাপতি, বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক,বর্তমান সাতক্ষীরা সদর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা শহর সভাপতি এবং বর্তমান সাতক্ষীরা সদর উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মুহা. আনিছুর রহমান।
প্রধান অতিথি প্রভাষক ওমর ফারুক বলেন, পথহারা দিশেহারা যুবকদের আলোর পথ দেখাতে,সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে ইসলামী ছাত্রশিবিরকে।
এছাড়া তিনি বিশেষ করে নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান এবং বাতিল শক্তির কাছে মাথা নত না করার জন্য আহ্বান করেন।
বিশেষ অতিথি মাওঃ হাবিবুর রহমান বলেন, দাওয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে সংগঠন সম্প্রসারিত হবে। এজন্য প্রত্যেক দায়িত্বশীল কে সংগঠন মজবুত ও সম্প্রসারণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ।
তাছাড়া তিনি শহীদ আবুল কালাম আজাদের স্মৃতিচারণ, সাতক্ষীরা ইসলামী আন্দোলনের জন্য মরহুম কাজী শামসুর রহমানের ত্যাগের নজরানা ও অবদান, বিভিন্ন দায়িত্বশীলদের সংগঠনের জন্য ত্যাগ, দায়িত্বশীলদের চরিত্র ও গুণাবলি,হিন্দু সম্প্রদায়ের মাঝে কাজ বৃদ্ধি, বন্ধু সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন, সামাজিক কল্যাণমুখী ক্লাব প্রতিষ্ঠা এবং দাওয়াতি কাজের উপর বিশেষ গুরুত্বারোপ করার জন্য দায়িত্বশীলদের সামনে বক্তব্য তুলে ধরেন।
শহর সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান থানা দায়িত্বশীলদের সামনে বার্ষিক পরিকল্পনা, সংগঠনের নিয়মাবলী চর্চা,ছাত্রশিবিরের পাঁচ দফার উপর অর্জিতব্য টার্গেটসমূহ, কর্মপরিকল্পনা ও মৌলিক দৃষ্টিভঙ্গি সমূহ উপস্থাপন করেন এবং সুন্দরভাবে বুঝিয়ে দেন।
এছাড়া সভাপতি আল মামুন আরো বলেন,২০২৫ সাল হবে ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তির জন্য সকল ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়া এবং পরিকল্পিত ভাবে কাজ করার এক দৃষ্টান্তমূলক বছর।
এছাড়া কর্মশালার বিভিন্ন সেশনের বিরতির ফাঁকে হামদ,নাতে রাসুল, ইসলামী সংগীত ও নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল খুবই মনোমুগ্ধকর।
সর্বশেষ দিনব্যাপী কর্মশালার উপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জনকে পুরস্কার প্রদান করেন ।
