সুন্দরবনে মুক্তিপণের জন্য এক জেলেকে অপহরণ

সুন্দরবনে মাছ শিকারে যাওয়া একজন জেলেকে মুক্তিপণের জন্য বনদস্যু সবুজ বাহিনীর সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত আটটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের লতাবেকী এলাকার আগুনজালা থেকে শহিদ শেখ (৪৫) নামে ওই জেলেকে অপহরণ করা হয় বলে জানান তাঁর সহযোগী জেলেরা। এ সময় বনদস্যুরা মুক্তপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে বলে জানান তাঁরা।

অপহরণের শিকার শহিদ শেখ শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের ইনছার উদ্দীন শেখের ছেলে।

অপহৃত জেলের সহযোগী আবদুর রহিম ও মুজিবর রহমান জানান, তাঁরা কদমতলা স্টেশন থেকে মাছ শিকারের পাস নিয়ে গত বুধবার সুন্দরবনে যান। শুক্রবার রাতে আগুনজালা এলাকার খালে মাছ শিকারের সময় ২টি নৌকায় করে ১০-১২ জনের একটি দল এসে তাঁদের নৌকা থেকে শহীদকে উঠিয়ে নেয়। এ সময় নিজেদের সবুজ বাহিনী পরিচয় দিয়ে তাঁরা মুক্তিপণের জন্য একটি মুঠোফোন নম্বর দিয়ে চলে যান।

ফিরে আসা দুই জেলে আরও জানান, ২টি নৌকায় ১০-১২ জন ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজনকে তুলে নেওয়া হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। সহযোগী জেলেকে উদ্ধারে তাঁরা কোস্টগার্ড ও বন বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।

এ দিকে শ্যামনগর উপজেলার ট্যাংরাখালী গ্রামের আবদুল্লাহ তরফদার নামে একজন জেলে প্রথম আলোকে বলেছেন, শনিবার সকালে ভারতীয় বনরক্ষী ও বিএসএফ সদস্যরা সবুজ বাহিনীর প্রধান সবুজসহ দুই সদস্যকে আটক করেছে। বাংলাদেশের সীমান্ত নদীর রায়মঙ্গল এলাকা দিয়ে ভারতের হরিখালী খালে প্রবেশের সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় আটক দুজনের সঙ্গে থাকা অন্যরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যান। আটক দুজন হচ্ছেন দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের গ্রামের বনদস্যু বাহিনী প্রধান সবুজ তরফদার (৪৫) ও তাঁর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মিকাইল মোল্যা (৬৮)।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে সব কয়েদি পালিয়ে যান। কারাগার থেকে সবুজ ও মিকাইল পালিয়ে এসে সুন্দরবনে বনদস্যু বাহিনী গড়ে তোলেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, জেলেকে অপহরণের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। সাধারণত জেলেরা বন বিভাগকে না জানিয়ে এ ধরনের ঘটনায় নিজেরা গোপন সমঝোতায় জিম্মি জেলেকে উদ্ধারের চেষ্টা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, জেলে অপহরণের বিষয়ে পুলিশকে কেউ অভিযোগ করেননি। তবু খোঁজখবর নিয়ে দেখা হবে।

Check Also

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

মোঃ হারুন উর রশীদ , কালিগঞ্জ (সাতক্ষীরা); সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মারা গেছেন আল-আরাফাহ্ ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।