রাতে উত্তাল খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর, গুড়িয়ে দিল বঙ্গবন্ধু ম্যুরাল

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর করছে ছাত্র-জনতা।বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।ঠিক ধানমন্ডির সাথে তালমিলিয়ে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে অবস্থিত শেখ মুজিবের মোরাল ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এসময় সময়ে ছাত্র-জনতার জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে আসিফ চত্বর।

Check Also

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, জামায়াত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।