বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ছাত্র-জনতার ঢল নামে। তারা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের আস্তানা ধ্বংস করো’ ইত্যাদি স্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু ভবনের গেট ভেঙে প্রবেশ করে।
ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার ঘটনাকে কেন্দ্র করে ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, দিল্লি এখন দাবি করতে পারে যে, বাংলাদেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরেও ভারতীয় সংযোগ ধরে রাখার চেষ্টা করছেন। তার ভাষণও মূলত দিল্লির প্রতি বার্তা পাঠানোর একটি কৌশল হতে পারে।