খেশরায় জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত

আল মামুন মোড়ল (জালালপুর প্রতিনিধি)০৭/০২/২৫:তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় কলাগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। খেশরা ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল গফুর’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া ) আসনের নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক খলিলুর রহমান । প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি, তাহলে আপনাদেরই অবহেলিত অঞ্চলের উন্নয়ন হবে রাস্তাঘাট,স্কুল, এবং শিক্ষা প্রতিষ্ঠানের । আপনার যদি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান আপনাদের অধিকার পেতে চান তাহলে আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষে । জামায়াতে ইসলামী আপনাদের নিরাশা করবে না । আর যদি আপনার আমাদের দলে সঙ্গে যুক্ত হতে চান আপনাদের কে স্বাগত জানাই । জামায়াতে ইসলামী কোনো দুর্বলের ওপ অত্যাচার করে না, দুর্নীতি, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন, করে না।
আমরা ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ।

Check Also

নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দু’দিনেও মেরামত হয়নি আশাশুনির পাউবো’র বেড়িবাঁধ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ভাঙন পয়েন্টে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।