বিএনপির সাতক্ষীরা জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে জেলায় বিএনপির ৮০৭টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিএনপির দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবু জাহিদ। তিনি বলেন, বিলুপ্তঘোষিত কমিটিগুলো নতুন করে গঠন করে আগামী তিন মাসের মধ্যে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় সাতটি উপজেলায় তিনটি পৌরসভা ছাড়াও ৭৭টি ইউনিয়ন রয়েছে। সেই হিসাবে ৭৭টি ইউনিয়ন কমিটি, ৭৭ ইউনিয়নের প্রত্যেকটিতে নয়টি করে অর্থাৎ ৬৯৩ ওয়ার্ড কমিটি, তিনটি পৌর কমিটি, প্রত্যেকটি পৌরসভায় নয়টি করে অর্থাৎ ২৭টি ওয়ার্ড কমিটি ও সাতটি উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি মিলিয়ে ৮০৭টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় নির্দেশিত হয়ে সাতক্ষীরা জেলার অন্তর্গত বিএনপির সব উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা ও পৌরসভার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নবগঠিত ছয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, মনিরুজ্জামান ও মো. আক্তারুল ইসলামের সই রয়েছে।