ভারত থেকে কীভাবে গোপন তৎপরতা চালাচ্ছে আ. লীগ নেতারা?

ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতায় স্থাপিত মুজিব ম্যুরালটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে বঙ্গবন্ধু টাওয়ারটিতে এই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে ২০২১ সালে ১২৩ ফুট উচ্চতার ‘দ‍্য স্ট্যাচু অব লিবার্টি অ্যান্ড ফ্রিডম’ নামের একটি টাওয়ার তৈরি করা হয়। সেই টাওয়ারের ওপর শেখ মুজিবের একটি ম্যুরাল স্থাপন করা হয়। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের কলেজটির সভাপতি থাকাকালীন এটি তৈরি করা হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিলসহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরালটির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এরপর ওই ভাঙচুরকৃত ম্যুরালটি বারবাজার শহরে এনে সড়কের ওপরে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এ জন্য তারা শেখ মুজিবের ওই ম্যুরাল ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সঙ্গে শত শত ছাত্র-জনতা অংশ নেয় বলেও জানান তিনি।

কলেজটির অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এটিই দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় শেখ মুজিবের ম্যুরাল স্থাপন করা ছিল, যা বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করে আরও বলেন, এ সময় ভাঙচুরকারী ছাত্র-জনতা কলেজের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

Check Also

স্বামীর বকুনিতে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকের বিষপান

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকের সাথে ঈদের কেনাকাটা করতে যাওয়ায় স্বামীর বকাবকিতে গলায় ফাঁস দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।