৩২ নম্বর বাড়ি কেনায় শেখ মুজিবের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুললেন আমান আযমী

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর একটি ফেসবুক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
তিনি দাবি করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাকরি বা ব্যবসা করেননি, অথচ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনার অর্থের উৎস রহস্যজনক।

রবিবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,“শেখ সাহেব কোনদিন চাকরি করেননি, কোনো ব্যবসাও ছিল না তার। উনার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনীতে’ আছে, উনার বাবা ‘সেরেস্তাদার’, অর্থাৎ কেরানি ছিলেন। কেরানির আয় আর কতই বা হতে পারে? উনার বইতে আরও আছে, একসময় উনার পূর্বপুরুষদের অনেক ধনসম্পত্তি ছিল, কিন্তু উনার আমলে এসবের কিছুই ছিল না। তাহলে প্রশ্ন হলো, তিনি ৩২ নম্বরের জায়গাটা কেনার এবং সেখানে বিল্ডিং নির্মাণের অর্থ কোথা থেকে পেলেন? কেউ কি আমাকে এর কোনো জবাব দিতে পারেন?”যদিও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির মালিকানা ও কেনার ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকভাবে বহু তথ্য বিদ্যমান, তবুও আযমীর প্রশ্নটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

Check Also

স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা, যুবক আটক

সাতক্ষীরা শহরের নাজমুল সরণিস্থ দে ব্রাদার্স জুয়েলার্সে ডাকাতির পরিকল্পনার অভিযোগে এক কর্মচারীকে আটক করে পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।