‘ডেভিল হান্ট’ শ্যামনগরে যৌথ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

সাতক্ষীরায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়েছে। অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে একটি একনলা বন্দুক এবং বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের চকবারা বাজার এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।

এ সময় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর সময় বনদস্যু আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫) কে আটক করা হয়। তাদের বাড়ি সাতক্ষীরা শ্যামনগর থানার চকবারা গ্রামে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা সুন্দরবনে বন ও জলদস্যুদের জেলে বহরে হামলা, লুটপাট ও অপহরণে সহযোগিতা করতো। জব্দ করা অস্ত্রসহ তাদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহাম্মেদ জানান, সুন্দরবনে সম্প্রতি বন ও জলদস্যুর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মুক্তিপণের দাবিতে বেশ কয়েকজন জেলেকে অপহরণও করেছে দস্যুরা। তাই অপহৃত জেলেদের উদ্ধার এবং সুন্দরবনকে বন ও জলদস্যু মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ চলমান রয়েছে।

Check Also

শহীদ মীর মুগ্বের বাসায় আমীরে জামায়াত

নয়া বিপ্লবের বীর শহীদ মীর মুগ্বের বাসায় আজ রোববার সন্ধ্যায় তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।