পটুয়াখালীতে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে জামায়াতপন্থী আইনজীবীদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই হামলায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন, জেলা জামায়াতের আমির ও আইনজীবী নাজমুল আহসান এবং মো. মহিউদ্দিন–৪ আহত হয়েছেন। এঁদের মধ্যে রুহুল আমিনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পিপি রুহুল আমিন বলেন, ‘পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ফরম কেনা ও জমা দেওয়ার দিন ধার্য ছিল। দুপুর ১২টার পর আমি, পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসানসহ অন্তত নয়জন আইনজীবী ফরম কেনা ও দাখিলের জন্য জেলা আইনজীবী সমিতির ভবনে উপস্থিত হই। এ সময় বিএনপি–সমর্থিত আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম, শরীফ সালাউদ্দিন, মাহাবুবুর রহমান, আরিফুর রহমানসহ অন্তত ৫০ জন তাঁদের ফরম কিনতে বাধা দেন ও তাঁদের মারধর করেন। এ সময় আমার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।’
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হালিম বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার দুপুরে মনোনয়ন কিনতে তিনি, আইনজীবী ফকরুল ইসলাম, শহিদুল ইসলাম ও মো. শামীমকে নিয়ে আইনজীবী সমিতি ভবনে যান। এ সময় বিএনপি–সমর্থিত আইনজীবীসহ বহিরাগত অন্তত ৫০ জন তাঁদের মারধর করেন।
হামলার শিকার সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইনজীবী মো. মহিউদ্দিন-৪ বলেন, আজ মঙ্গলবার দুপুরে মনোনয়ন ফরম কিনতে গেলে বিএনপি–সমর্থিত কিছু আইনজীবী আকস্মিকভাবে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে আইনজীবী ভবন থেকে তাঁকে বের করে দেন। হামলার ঘটনায় তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের মনোনয়ন ফরম কিনতে আসা আইনজীবীদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপিপন্থী আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, ‘আমি কোনো হামলা করিনি এবং নেতৃত্ব দিইনি। যিনি বলেছেন, ভুল বলেছেন। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মহিউদ্দিন-৪ এত দিন আওয়ামী লীগার ছিলেন। তাই তাঁর সঙ্গে একটু ঝামেলা হয়েছে। পিপি রুহুল আমিনকে কে মারধর করছে, তা আমার জানা নেই।’
সমিতি ভবনে আইনজীবীদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে আইনজীবী শরীফ সালাউদ্দিনের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘হামলার অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আইনজীবী সমিতি ভবনে এ ধরনের কোনে ঘটনা ঘটেনি।’
ঘটনার সময় আইনজীবী সমিতি ভবনে তথ্য সংগ্রহ করতে গেলে হামলার ঘটনায় আইনজীবীরা কয়েকজন গণমাধ্যমকর্মীকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার মো. মোহসীন উদ্দিন বলেন, পিপি রুহুল আমিন কোনো আইনজীবীর হাতে আহত হননি। আজ কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে কেউ হামলার শিকার হলে তাঁর কাছে লিখিত অভিযোগ দিতে পারেন।
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফরম ক্রয় ও দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলার কথা শুনেছি। কিন্তু কোনো পক্ষ অভিযোগ করেনি।’